পশ্চিমারা নিজেদের আদর্শ প্রচারে ইসলাম ফোবিয়াকে ব্যবহার করছে: এরদোগান

পশ্চিমারা নিজেদের আদর্শ প্রচারে ইসলাম ফোবিয়াকে ব্যবহার করছে: এরদোগান

ইস্তাম্বুল, ১৭ এপ্রিল (জাস্ট নিউজ) : পশ্চিমারা ইসলাম ফোবিয়াকে নিজেদের আদর্শ প্রচার করার জন্য ব্যবহার করছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বিশ্ব সংখ্যালঘু মুলিম সম্প্রদায়ের এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘৯/১১ এর পর থেকেই তারা ইসলামফোবিয়া ছড়াচ্ছে, তারা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ তৈরী করেছে যা আগে কখনোই ছিল না, যারা নিষ্পাপ মানুষদের জবাই করে হত্যা করে তারা মুসলিম হতে পারে না’।

সংসদীয় উপকমিটির মানবাধিকার বিষয়ক প্রধান ওমার সারদার বলেন, সম্প্রতি ইসলামের নামে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যেগুলো আছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং তাদের দ্বারা ইসলামফোবিয়া প্রচার সহজ হচ্ছে’।

(জাস্ট নিউজ/জেআর/১৪১০ঘ.)