ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক বাতিল

ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক বাতিল

ঢাকা, ২৪ মে (জাস্ট নিউজ) : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সম্ভাব্য সংলাপ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার কিমের উদ্দেশে ট্রাম্পের পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে ট্রাম্প জানান, আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সংলাপে অংশ নেয়া সম্ভব নয়। কারণ হিসেবে কিম কর্তৃক যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ও শত্রুতা পোষণ করাকে দায়ী করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ধরে রাখা নির্ভর করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ওপর। ১২ জুনে সিঙ্গাপুরের বৈঠক নিয়ে পম্পো এসব কথা বলেন।

এদিকে উত্তর কোরিয়া বলেছিল, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ত্যাগ করার ব্যাপারে চাপ দিলে তা বাতিল হতে পারে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র নিরসনের চুক্তির জন্য উত্তর কোরিয়ার শর্ত পূরণ করতে হবে। সূত্র: আলজাজিরা।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০১০ঘ.)