তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা আফগান প্রেসিডেন্টের

তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা আফগান প্রেসিডেন্টের

ঢাকা, ৭ জুন (জাস্ট নিউজ) : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বৃহস্পতিবার তালেবানের সাথে সাময়িক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। আগামী ২০ জুন পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে তিনি জানিয়েছেন। তবে এ ব্যাপারে সশস্ত্র গ্রুপ তালেবানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

টেলিভিশনে দেয়া ভাষণে গনি বলেন, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভেন্টের (আইএসআইএল বা এইএস) সাথে লড়াই অব্যাহত থাকবে।

তিনি তার দেশের সশস্ত্র বাহিনীকে রমজান মাসের বাকি সময় তালেবানের সাথে যুদ্ধ না করার নির্দেশ দেন। তিনি বলেন, ২৭ রমজান থেকে ঈদ-উল-ফিতরের প্রথম দিন পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। গনির এই আকস্মিক ঘোষণায় অনেকেই বিস্মিত হয়েছেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১৯ঘ.)