ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারত

ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারত

ঢাকা, ১৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ভারতীয়দের চিন্তা আবার বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইচওয়ান-বি ভিসার সুযোগসুবিধা আরো কাড়তে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, স্বামী/স্ত্রীর এইচওয়ান-বি ভিসার সুবিধা নিয়ে যোগ্যতা থাকলে, এত দিন মার্কিন মুলুকে স্ত্রী/স্বামীরা যে অত্যন্ত দক্ষতার কাজ করতে বা তার জন্য আবেদন করতে পারতেন, তা আর করতে দেয়া হবে না।

হোয়াইট হাউসের যুক্তি, এর ফলে মার্কিন নাগরিকদের অত্যন্ত দক্ষতার কাজ পাওয়ার সুযোগ কমে যাচ্ছে। পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানাতেই এই নিয়ম চালু হয়েছিল।

ট্রাম্প প্রশাসন সূত্রের খবর, প্রেসিডেন্টের ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ নীতি এতে ধাক্কা খাওয়ার ফলে এইচওয়ান-বি ভিসার ওই সুবিধা প্রত্যাহার করা হতে পারে শিগগিরই।

মার্কিন মুলুকে এইচওয়ান-বি ভিসার সুযোগ নিয়ে কর্মরত বিদেশিদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ভারতীয় ও চীনারা।

হোয়াইট হাউস অবশ্য এও জানিয়েছে, এইচওয়ান-বি ভিসা প্রাপকদের স্ত্রী/স্বামীরা অবশ্য অন্যান্য কাজ করতে পারবেন আমেরিকায় বা তার জন্য আবেদনও করতে পারবেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১২৮ঘ.)