কাশ্মীরে শীর্ষ সাংবাদিককে গুলি করে হত্যা

কাশ্মীরে শীর্ষ সাংবাদিককে গুলি করে হত্যা

ঢাকা, ১৫ জুন (জাস্ট নিউজ) : ভারত অধ্যুষিত জম্মু ও কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন সিনিয়র এক সাংবাদিক। বৃহস্পতিবার ৫১ বছর বয়সী সুজাত বুখারীকে তার অফিসের বাইরেই গুলি করে হত্যা করা হয়।

রাজ্যের পুলিশ মহাপরিচালক এস পি ভাইদ বলেন, তিন থেকে চার জন বন্দুকধারী তাকে টার্গেট করে গুলি চালায়। ইংরেজি ভাষার সংবাদপত্র রাইজিং কাশ্মীরের সম্পাদক ছিলেন সুজাত বুখারি। রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ব্যস্ত লাল চক এলাকার সংবাদপত্র পাড়ায় নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আততায়ীদের গুলিতে প্রাণ হারান তিনি।

এ সময় বুখারির ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তাও নিহত হন। অপর এক নিরাপত্তারক্ষী মারাত্মক আহত হন।

হামলাকারী মটোরসাইকেলযোগে এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। রাইজিং কাশ্মীরের সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার আগেড় সুজাত বুখারি ১৫ বছর যাবত দ্য হিন্দু সংবাদপত্রের জম্মু ও কাশ্মীর ব্যুরো প্রধান ছিলেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩০৮ঘ.)