ইসরাইলে হামলার পরিকল্পনা, হামাসের ২০ সদস্য আটক

ইসরাইলে হামলার পরিকল্পনা, হামাসের ২০ সদস্য আটক

ঢাকা, ১৮ জুন (জাস্ট নিউজ) : দখলদার ইসরাইলের সেনাদের ওপর হামলার পরিকল্পনা সামনে রেখে তৎপর ফিলিস্তিনের প্রতিরোধ সংস্থা হামাসের একটি দলকে আটক করা হয়েছে। ওই দলের সঙ্গে সম্পৃক্ত ২০ জনেরও বেশি সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

দখলদার ইসরাইলের সেনাদের ওপর হামলার পরিকল্পনা সামনে রেখে তৎপর ফিলিস্তিনের প্রতিরোধ সংস্থা হামাসের একটি দলকে আটক করা হয়েছে।

ওই দলের সঙ্গে সম্পৃক্ত ২০ জনেরও বেশি সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

তাদের বেশিরভাগকে ফাতাহনিয়ন্ত্রিত পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহর থেকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত।

ওই বিবৃতিতে দাবি করা হয়েছে- হামাসের এই সেলটি ইসরাইলের ভেতরে ‘মারাত্মক হামলার’ চালানোর পরিকল্পনা সামনে রেখে কাজ করছিল।

গত এপ্রিলে অকার্যকর করে দেয়ার আগে সেলটি ছয় মাস ধরে সক্রিয় ছিল বলে দাবি শিনবেতের।

হামাস সদস্যদের আটক অভিযানে ছিলেন ইসরাইলি সেনা কর্মকর্তা গাই রুসো।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা সেলটির সদস্যদের আটক ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলার জন্য যে বিস্ফোরক ব্যবহার করা হতো তা নিষ্ক্রিয় করেছি।

রুসো আরও বলেন, নাবলুসের কাছে ফিলিস্তিনের একটি গ্রামে আমরা সাত কেজি ওজনের একটি বোমা পেয়েছি। এ ছাড়া ইসরাইলি নিরাপত্তা বাহিনী বোমা তৈরির সরঞ্জাম পেয়েছে বলে দাবি করেছে শিনবেত।

উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় হারানো ঘরবাড়িতে ফেরার দাবিতে ফিলিস্তিনিরা 'গ্রেট মার্চ অব রিটার্ন' বা ঘরে ফেরার মহান পদযাত্রা কর্মসূচি শুরু করেছে।

ওই কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরাইলি সেনারা।

গ্রেট মার্চ অব রিটার্নে অংশ নেয়া বিক্ষোভকারীদের দাবি, ফিলিস্তিনিদের যেন ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় তাদের যেসব ঘরবাড়ি দখল করা হয়েছে, তা যেন ফেরত দেয়া হয়।

(জাস্ট নিউজ/জেআর/১৪০৫)