পাকিস্তানের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী বিচারকের শপথ

পাকিস্তানের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী বিচারকের শপথ

ঢাকা, ২৭ জুন (জাস্ট নিউজ) : পাকিস্তানের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী বিচারক ইউসাফ সালিম মঙ্গলবার নিজের অফিসে শপথ নিয়েছেন। এ ছাড়া দেশটির পাঞ্জাবপ্রদেশে আরও ২০ বিচারক শপথ নেন।

পাঞ্জাব জুডিশিয়াল অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ ইয়াওর আলী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

তিনি বিচারকদের কোনো ভয়ে ভীত হয়ে কারো অনুকূলে রায় না দেয়ার অনুরোধ করেন। বিচারের কাজকে তিনি একটি পবিত্র পেশা হিসেবে উল্লেখ করেন।

পরীক্ষায় সালিমের অবস্থা সবার ওপর থাকলেও লাহোরের এই সন্তানকে প্রথম বিচারক হিসেবে নিয়োগ দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল।

এর পর বিষয়টি পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের দৃষ্টিগোচর হলে তিনি তা লাহোর হাইকোর্টকে (এলএইচসি) পর্যালোচনা করতে বলেন।

পরবর্তী সময়ে এলএইচসি এই দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবীকে বিচারক হিসেবে নিয়োগের ব্যাপারে সুপারিশ করেন।

সালিমের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। জন্মের পর থেকেই তিনি দুই চোখে দেখতে পান না। তার চার বোনের দুজনই দৃষ্টিপ্রতিবন্ধী।

তার বোন সায়মা সালিম ২০০৭ সালে দেশটির প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সিভিল সার্ভেন্ট হিসেবে যোগ দেন।

(জাস্ট নিউজ/জেআর/১৬১০ঘ.)