ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারলে পদত্যাগ করবো: দুতের্তে

ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারলে পদত্যাগ করবো: দুতের্তে

ঢাকা, ৭ জুলাই (জাস্ট নিউজ) : ঈশ্বরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আবারো বিতর্কের জন্ম দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেছেন, ঈশ্বরের অস্তিত্ব যদি কেউ প্রমাণ করতে পারেন, তবে তিনি পদত্যাগ করবেন।

শুক্রবার নতুন এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

ক্যাথলিক বিশ্বাসের মৌলিক কিছু ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন দুতের্তে। ‘অরিজিনাল সিন’ ধারণা এর মধ্যে অন্যতম।

তিনি বলেন, ঈশ্বর যে আছেন তার যুক্তি কী? যদি ‘একজন প্রত্যক্ষদর্শী’ প্রমাণ করতে পারেন, এমনকি ছবি দেখাতে পারেন, ঈশ্বরের সঙ্গে তাদের দেখা হয়েছে ও কথা হয়েছে, তবে আমি সাথে-সাথে পদত্যাগ করবো।

উল্লেখ্য, গত সপ্তাহে ঈশ্বরকে ‘বোকা’ বলে সমালোচিত হয়েছিলেন দুতের্তে। সে সময় ‘অরিজিনাল সিন’ ধারণাকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনি এখনও জন্মগ্রহণ করেননি, তবুও আপনি পাপী। এটা কী ধরনের ধর্ম। আমি এটা মেনে নিতে পারি না।

দুতের্তের এসব মন্তব্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশের ক্যাথলিক খ্রিষ্টানরা ক্ষেপেছেন। তাকে ‘বিকারগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন একজন ক্যাথলিক বিশপ।
সূত্র: হিন্দুস্তান টাইমস

(জাস্ট নিউজ/এমআই/১৫৫০ঘ.)