বৃটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট

বৃটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট

ঢাকা, ১০ জুলাই (জাস্ট নিউজ) : বৃটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা জেরেমি হান্ট। প্রধানমন্ত্রী তেরেসা মে তাকে সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত করেছেন। পূর্বে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, সোমবার বৃটিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী বরিস জনসন ও ডেভিড ডেভিস পদত্যাগ করেন। তারা ইইউ থেকে বৃটেনের বেরিয়ে আসার ক্ষেত্রে মে’র পরিকল্পনার সঙ্গে একমত হতে পারেন নি।

এর জের ধরে রবিবার দিন শেষে পদত্যাগ করেন ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস। পরের দিন বিকালে তাকে অনুসরণ করে পদত্যাগপত্র জমা দেন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

পদত্যাগপত্র গ্রহণ করে তাদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী মে। ওইদিনই ডমিনিক রাবকে নতুন ব্রেক্সিট মন্ত্রী হিসেবে ঘোষণা দেন মে। আর মঙ্গলবার জেরেমি হান্টকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা দিলেন তিনি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১২৪ঘ.)