ইতিহাসের এই দিনে, ১৬ জুলাই

ইতিহাসের এই দিনে, ১৬ জুলাই

০৬২২ সালের এই দিনে থেকে হিজরি সন গণনা শুরু হয়।
১৬৬১ সালের এই দিনে স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
১৮৫৬ সালের এই দিনে (করো মতে ২৬ জুলাই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।
১৯০৫ সালের এই দিনে খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
১৯১৮ সালের এই দিনে বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রী সহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
১৯৩২ সালের এই দিনে ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানীর পোস্টডাম শহড়ে সাক্ষাৎ করেন।
১৯৪৫ সালের এই দিনে নিউ মেক্সিকোর আলামগার্দোতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৪৬ সালে এই দিনে যুক্তরাষ্ট্র বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৫ সালের এই দিনে ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।
১৯৬৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
১৯৬৯ সালের এই দিনে মনুষ্যবাহী যুক্তরাষ্ট্রের নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
১৯৭৩ সালের এই দিনে আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যূত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যূত করে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন।
১৯৭৯ সালের এই দিনে হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।
১৯৮১ সালের এই দিনে ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন।
১৯৯০ সালের এই দিনে ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত হন।
১৯৯৭ সালের এই দিনে মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৬৫৯ঘ.)