লাওসে ড্যাম বিধ্বস্ত হয়ে কয়েক শত মানুষ নিখোঁজ

লাওসে ড্যাম বিধ্বস্ত হয়ে কয়েক শত মানুষ নিখোঁজ

ঢাকা, ২৪ জুলাই (জাস্ট নিউজ) : একটি পানিবিদ্যুত কেন্দ্রের ড্যাম বিধ্বস্ত হয়ে লাওসে অনেক মানুষ হতাহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন কয়েক শত মানুষ। কমপক্ষে ৬৬০০ মানুষ বাড়িঘর ছেড়েছেন।

সোমবার সন্ধ্যায় দেশটির আত্তাপিউ প্রদেশে অবস্থিত সিপিয়ান-সি নাম নোই পানিবিদ্যুত কেন্দ্রের ড্যাম ধসে যায়। এতে প্রবল বেগে পানি প্রবেশ করে লোকালয়ে। মুহূর্তে ভাসিয়ে নেয় বাড়িঘর, সব কিছু।

দ্রুত পানির স্তর বৃদ্ধি পাওয়ায় সান সাই এলাকা থেকে লোকজনকে বোট ব্যবহার করে উদ্ধার করছিলেন কর্মকর্তারা। হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও পোস্ট করা হয়েছে ফেসবুকে। ওই হেলিকপ্টারটি বন্যাদুর্গত এলাকার ওপর দিয়ে উড়ে যায়। এতে দেখা যায়, ভবনগুলার ছাদও পানিতে ডুবে আছে। কোথাও ভবনের ছাদটি শুধু পানির ওপরে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ধসে যাওয়া ড্যামটি এ বছরই উদ্বোধন করার কথা ছিল।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১৫ঘ.)