উত্তর কোরিয়াকে সতর্ক করে গুলি ছুঁড়ল সিউল

উত্তর কোরিয়াকে সতর্ক করে গুলি ছুঁড়ল সিউল

ঢাকা, ২২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : উত্তর কোরিয়াকে গুলি ছুঁড়ে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সেনা কোনোভাবে সীমান্তের কাছাকাছি চলে এসেছিল। তার প্রেক্ষিতেই শূণ্যে গুলি ছুঁড়ে সিউল।

এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার একজন কমান্ডার অনুপ্রবেশের চেষ্টা করে, এসময় সীমান্তের খুব কাছে চলে আসে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। যদিও পরে ফিরে যায় তারা। তবে এই ঘটনাকে হলকাভাবে দেখছে না সিউল। সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে ২০ বার শূণ্যে গুলি ছুঁড়ে তারা সতর্ক করে পিয়ংইয়ংকে।

দক্ষিণ কোরিয়ার নর্দার্ন বর্ডার গার্ড ওই অনুপ্রবেশকারী কমান্ড্যারের খোঁজে চিরুণি তল্লাশি চালালেও, তার খোঁজ মেলেনি। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ওই সেনা ঘন কুয়াশার সুযোগে মধ্য পশ্চিমের সীমানা বরাবর প্রবেশ করে। দক্ষিণ কোরিয়ার নজরদারি ক্যামেরায় তা ধরা পড়ে। তারপরেই তল্লাশি শুরু হয়।

তল্লাশি চালানোর সময় কোনো গুলি ছোঁড়া না হলেও, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সতর্ক করতে পরে ২০ রাউন্ড গুলি ছোঁড়ে দক্ষিণ কোরিয়া।

(জাস্ট নিউজ/জেআর/১০৪৫ঘ.)