শপথ নিয়েই শান্তি চুক্তি সংশোধনের ঘোষণা কলম্বিয়া প্রেসিডেন্টের

শপথ নিয়েই শান্তি চুক্তি সংশোধনের ঘোষণা কলম্বিয়া প্রেসিডেন্টের

ঢাকা, ৮ আগস্ট (জাস্ট নিউজ) : কলম্বিয়ার ইতিহাসের তরুণতম প্রেসিডেন্ট ৪২ বছর বয়সী ইভান দুকো মঙ্গলবার শপথ নিয়েছেন। শপথ নিয়েই বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে করা শান্তি চুক্তি সংশোধনের ঘোষণা দিয়েছেন যেটি দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে।

পাশাপাশি ইভান দুকো দেশকে ঐক্যবদ্ধ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোরও অঙ্গীকার করেছেন।

শপথ নেয়ার পর স্ত্রী-সন্তানের সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট

গত জুনে গুস্তাব বামপন্থী গুস্তাব পেত্রোকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। শপথ গ্রহণের পর স্বাগত বক্তৃতায় তিনি দুর্নীতি নিয়ন্ত্রণেরও ঘোষণা দিয়েছেন। সূত্র: বিবিসি


(জাস্ট নিউজ/জেআর/৯২৫ঘ.)