ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭

ঢাকা, ৯ আগস্ট (জাস্ট নিউজ) : ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক হাজার ৪০০ জন। ভূমিকম্পের তাণ্ডবে গৃহহীন হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৩ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, গত রবিবার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভূমিকম্পের ফলে আটকে পড়া জীবিতদের উদ্ধারের আশা কমে যাচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ম্যাথিউ কোচারেন।

রেডক্রসের এই কর্মকর্তা জানান, আটকে পড়া প্রায় ১ লাখ ৫৬ হাজার গৃহহীন মানুষ বিশুদ্ধ পানি, খাবার ও ওষুধহীন দিন পার করছে। উদ্ধারকারীদের প্রচুর ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ, প্রতিটি রাস্তাঘাট, ব্রিজ ভূমিকম্পে ধসে গেছে।

ম্যাথিউ আরো জানান, ‘উদ্ধারকারীরা যেন গ্রাম নয় একেকটি ভৌতিক উপত্যকায় পার করছেন। গ্রামবাসীরা ইতিমধ্যে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।’

সব মিলিয়ে ৮০ শতাংশ ঘর বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়েছে বলেও জানান ম্যাথিউ কোচারেন।

বাগুসা নাগুরা নামে এক উদ্ধারকর্মী জানান, বুধবার সকালে তারা একটি মসজিদের ধ্বংসাবশেষ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছেন। সেখানে আরও অনেকে আটকে আছেন বলেও ধারণা করা হচ্ছে।

(জাস্ট নিউজ/এমআই/১১০০ঘ.)