‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণার প্রতিবাদে ইসরাইলেই বিশাল বিক্ষোভ সমাবেশ

‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণার প্রতিবাদে ইসরাইলেই বিশাল বিক্ষোভ সমাবেশ

ঢাকা, ১২ আগস্ট (জাস্ট নিউজ) : ইসরাইলকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা করায় খোদ ইসরাইলেই বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

দেশটির রাজধানী তেলআবিবের রবিন স্কোয়ারে শনিবার আরব ইসরাইলিরা ওই বিক্ষোভ মিছিল বের করেন। খবর আনাদোলুর।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে গত মাসে দেশটিকে 'ইহুদি রাষ্ট্র' হিসেবে ঘোষণা দিয়ে আইন পাস করার প্রতিবাদে দেশটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের তদারকি করা আরব নাগরিক কমিটি ওই প্রতিবাদসভার ডাক দেয়।

ইসরাইলি পার্লামেন্টের একাধিক ফিলিস্তিন বংশোদ্ভূত এমপি ওই প্রতিবাদসভায় অংশ নেন। এদের মধ্যে জামাল জাহালকা, মাসুদ ঘানাইম, সাবেক এমপি মো. বারাকেহ ও দেশটির আরব কমিউনিটি কাউন্সিলের নেতা ইভা ইলোজসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

এমপি মাসুদ ঘানাইম বলেন, নতুন এ আইনটি দ্রুত রহিত করতে হবে। কারণ এতে দেশটিতে অন্য ধর্মাবলম্বীরা বৈষম্যের শিকার হবেন। দেশের নাগরিকদের এ বৈষম্য দূর করতে বিতর্কিত আইনটি বাতিল করতে হবে। এ প্রতিবাদসভা থেকে আমরা সরকারকে এ বার্তাই দিলাম।

নেসেটে পাস করা নতুন আইনে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার পাশাপাশি অবিভক্ত জেরুজালেমকে দেশটির রাজধানী এবং হিব্রুকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
ইসরাইলে জনসংখ্যার ২০ শতাংশ ফিলিস্তিনি। এরা সেখানে আরব ইসরাইলি হিসেবে পরিচিত। এদের মধ্য থেকে দেশটির পার্লামেন্ট নেসেটের সদস্যও নির্বাচিত হন।

(জাস্ট নিউজ/এমআই/১৫০৬ঘ.)