সৌদিতে আরো ২ আলেম গ্রেফতার

সৌদিতে আরো ২ আলেম গ্রেফতার

ঢাকা, ১৩ আগস্ট (জাস্ট নিউজ) : সৌদি সরকারবিরোধী মত প্রকাশের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনীর আটকাভিযান অব্যাহত রয়েছে। গত রবিবার দেশটির দু’জন প্রখ্যাত আলেমকে আটক করা হয়।

সৌদি আরবের চলমান সামাজিক পরিস্থিতি সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য দেয়ার অপরাধে রবিবার ‘মোহাম্মাদ বিন সৌদ’ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ নাসের আল উমরকে আটক করা হয়। ২০১৭ সালের অক্টোবর মাসে আল উমরের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এ ছাড়াও মদীনার তাইয়্যেবা বিশ্ববিদ্যালয়ের কুরআন ফ্যাকাল্টির সাবেক ডিন আহমাদ আল আম্মারিকে তার এক ছেলেসহ আটক করা হয়েছে। বয়োবৃদ্ধ আহমাদ আল আম্মারি হাড়ের ক্ষয়রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে নিভৃতবাস করে আসছিলেন। কিন্তু সৌদি পুলিশ তাকেও গ্রেফতার করেছে।

সৌদি রাজা সালমানের ছেলে মুহাম্মাদ বিন সালমানকে দেশটির যুবরাজের দায়িত্ব দেয়ার পর থেকে সৌদি আরবে বিরোধী মত প্রকাশকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার হয়েছে। মুহাম্মাদ বিন সালমান মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নীতি অনুসরণ করছেন। তিনি এ পর্যন্ত বহু প্রিন্স, আলেম, ব্যবসায়ী ও বুদ্ধিজীবীকে আটক করে কারাগারে নিক্ষেপ করেছেন।

(জাস্ট নিউজ/এমআই/০৯৩২ঘ.)