যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প

ঢাকা, ১৩ আগস্ট (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৮ মিনিটে আলাস্কার নর্থ স্লোপ বোরাহতে (প্রশাসনিক অঞ্চল) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। যা মাত্রা বিবেচনায় অঞ্চলটিতে এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

প্রসঙ্গত, এর আগে এই অঞ্চলে ১৯৯৫ সালে সর্বোচ্চ ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারপর রবিবারের ভূমিকম্পটিই সেখানকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

এ ব্যাপারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য, ভূপৃষ্টের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর কেন্দ্রস্থল ছোট্ট শহর কাকটোভিকের অদূরে। অঞ্চলটিতে আরও কয়েকটি পরাঘাতও (আফটার শক) রেকর্ড করা হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সংবাদমাধ্যমে জানানো হয়, ভূমিকম্পের পর আলাস্কার বিস্তৃত এলাকার জমি এবং উত্তরের বরফের পাহাড়েও ফাটল দেখা যায়। তবে ছোট্ট-ছোট্ট বাড়ির কম জনবসতির এলাকায় তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

(জাস্ট নিউজ/এমআই/১১৪৫ঘ.)