ইতালিতে গাড়িসহ ভেঙে পড়ল উড়াল সড়ক, নিহত ২২

ইতালিতে গাড়িসহ ভেঙে পড়ল উড়াল সড়ক, নিহত ২২

ঢাকা, ১৪ আগস্ট (জাস্ট নিউজ) : ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়ার একটি বিশালাকার উড়াল সড়কের একাংশ ভেঙে পড়ে অন্তত ২২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সড়ক মন্ত্রী এই দুর্ঘটনাকে মহা ট্রাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন।

দেশটির পুলিশ বলছে, সোমবার দুপুরে হঠাৎ বিকট শব্দে উড়াল সড়কের একাংশ ধসে পড়ে। বেশ কয়েকটি গাড়ি ৮০ মিটার ওপর থেকে নিচে পড়ে যায়। এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

তবে হাসপাতাল সূত্র বলছে নিহতের সংখ্যা কয়েক ডজন হবে। ইতোমধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টুইট বার্তায় হতাহতের পরিবার এবং ইতালির নাগরিকদের জন্য সমবেদনা জানিয়েছেন।

ইতালি এবং ফ্রান্সের ভাষায় করা ওই টুইটে তিনি আরো বলেন, যে কোনো ধরনের সহায়তার জন্য ফ্রান্স প্রস্তুত রয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৪৩ঘ.)