কেএফসির নিচে মাদক পাচার সুড়ঙ্গের সন্ধান

কেএফসির নিচে মাদক পাচার সুড়ঙ্গের সন্ধান

ঢাকা, ২৬ আগস্ট (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বন্ধ হয়ে যাওয়া কেএফসি রেস্তোরাঁর ২২ ফুট নিচ দিয়ে ৬০০ ফুট লম্বা একটা সুড়ঙ্গের সন্ধান মিলেছে। সুড়ঙ্গটি কেএফসির নিচ থেকে শুরু করে পৌঁছে গেছে মেক্সিকোর বাসিন্দা এক ব্যক্তির বেডরুমে।

বন্ধ ওই রেস্তোরাঁয় গত ২৩ আগস্ট এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় অ্যারিজোনার বর্ডার সিটি পুলিশের। বহু প্ল্যাস্টিক ব্যাগ একটি গাড়িতে ভরছিলেন তিনি।

পুলিশের সঙ্গে থাকা নার্কোটিকস ডগ আশপাশে মাদকের গন্ধ পায়। নার্কোটিকস ডগের আচার-আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গাড়ি থেকে ২৩৯ প্যাকেট বিভিন্ন মাদক বাজেয়াপ্ত করে, যার মূল্য ১০ লাখ ডলার।

২২ ফুট গভীর ওই সুড়ঙ্গ ধরে হাঁটতে থাকে পুলিশ। ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গে ৬০০ ফুট যাওয়ার পর অন্য মুখের সন্ধান পাওয়া যায়। একটি বেডরুমের বিছানার নিচে মুখ ওই সুড়ঙ্গের। সুড়ঙ্গেটি অ্যারিজোনার সীমানা ছাড়িয়ে মেক্সিকোয় গিয়ে পৌঁছেছে।

যে ব্যক্তি প্যাকেট গাড়িতে ভরছিলেন তার নাম জেসাস ইভান লোপেজ গারসিয়া। চলতি বছরের এপ্রিলে ৩ লাখ ৯০ হাজার ডলারে ওই বন্ধ রেস্তোরাঁ কেনেন তিনি।

আরিজোনা সিটি পুলিশ জানিয়েছে, এই ভূগর্ভস্থ পথ দিয়েই প্রতিবেশী দেশে মাদক পাচার হত। ওই ঘরে কেউ ছিলেন না। পাচার চক্রের অন্যদের খোঁজ করছে পুলিশ।

(জাস্ট নিউজ/এমআই/০৯০০ঘ.)