কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে আবারো দুর্ঘটনা, আহত ৬

কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে আবারো দুর্ঘটনা, আহত ৬

ঢাকা, ২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : আবারো বিমান দুর্ঘটনা হলো নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে। সৌভাগ্যবশত প্রাণ হারাননি কোনো যাত্রী। খবর এনডিটিভির।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, একটি বেসরকারি কোম্পানির ওই বিমানটি ২১ জন যাত্রী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে ৬ জন আহত হন।

পুরনো ও জরাজীর্ণ বিমানবন্দরটির বেশিরভাগ অংশ বন্ধ করে বর্তমানে সংস্কার কাজ চলছে।

চলতি বছরের ১২ মার্চ বিমানবন্দরটিতে অবতরণের সময় বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৫১ জন মারা যান।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩০৮ঘ.)