ভয়াবহ আগুনে ধসে পড়েছে ব্রাজিলের ২শ’ বছরের পুরনো জাদুঘর

ভয়াবহ আগুনে ধসে পড়েছে ব্রাজিলের ২শ’ বছরের পুরনো জাদুঘর

ঢাকা, ৩ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ভয়াবহ আগুনে ধসে পড়েছে ব্রাজিলের ২০০ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী জাদুঘর। এটা দেশটির প্রাচীনতম একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানও বটে। প্রাচীন এই জাদুঘরের সংগ্রহে ২০ মিলিয়ন উপকরণ রয়েছে।

রবিবার এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, আগুনে কতজন আহত হয়েছে সেটা এখন পর্যন্ত জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ব্রাজিলের এই ঐতিহ্যবাহী জাতীয় জাদুঘরটি পর্তুগীজদের রাজপরিবারের একটি ভবনে গড়ে উঠে। চলতি বছরের শুরুতে জাদুঘরটির ২০০তম বার্ষিকী উদযাপন করেছে দেশটি।

জাদুঘরটির পরিচালক ব্রাজিলের টিভি চ্যানেল গ্লোবকে বলেন, এটা একটি সাংস্কৃতিক দুর্ঘটনা। সূত্র: বিবিসি

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১০০৭ঘ.)