আফগানিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ২০

আফগানিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ২০

ঢাকা, ৬ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ ক্লাবে আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো প্রায় ৭০ জন আহত হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা।

বুধবার সংখ্যালঘু শিয়া মুসলিম হাজারা জনগোষ্ঠী অধ্যুষিত দাস্ত-ই-বারসি এলাকায় ভয়াবহ এই হামলা চালানো হয়। প্রথমে ক্লাবটির ভেতরে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে ৪ জনের মৃত্যু হয়। পরে হতাহতদের জরুরি উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিদের লক্ষ করে গাড়িবোমা হামলা চালায় অপর এক আত্মঘাতী।

এ ঘটনায় টলো নিউজ চ্যানেলের ২ সাংবাদিকের মৃত্যু ও ৪ জন গুরুতর আহত হয়েছে। চ্যালেনটির প্রধান লুৎফুল্লাহ নাযাফিজাদা এক টুইটবার্তায় বলেছেন, ‘ন্যাক্কারজনক এই হামলায় আমরা সবচেয়ে প্রতিভাবান ও সাহসী দুই সাংবাদিককে হারিয়েছে।’

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও, এর আগে ওই অঞ্চলে তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ ধরণের বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২২০ঘ.)