গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন রিপাবলিকরা: ওবামা

গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন রিপাবলিকরা: ওবামা

ঢাকা, ৯ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের সবাই এখন হুমকির মুখে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা ক্ষমতার অপব্যবহার করছেন কিনা তা ডেমোক্র্যাটদের দেখতে হবে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেন। এই প্রথম ওবামা তার উত্তরসূরির সরাসরি সমালোচনা করলেন। খবর রয়টার্সের

প্রথম যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দিতে আসতে হবে। কংগ্রেসে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ওবামা বলেন, আমেরিকানরা এখন বিপদের মধ্যে বাস করছেন।

তিনি অভিযোগ করেন, রিপাবলিকানরা গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন এবং দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছেন। বিশ্ব জোট থেকে আমেরিকা বেরিয়ে আসছে এবং রাশিয়াকে কাছে টানছে।

ওবামা আরো বলেন, আমাদের হাতে সময় আছে দুই মাস। তাই নিশ্চয়তা না থাকলেও ভাল কিছু করার আশা আছে। ওবামা ট্রাম্পের অর্থনৈতিক সাফল্যের সমালোচনা করে বলেন, তিনি মিথ্যা তথ্য দিচ্ছেন। তিনি সংস্কৃতি এবং অর্থনীতিতে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১০২৬ঘ.)