মুম্বাইয়ে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫

মুম্বাইয়ে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ভারতের মুম্বাইয়ের ব্যস্ততম কমলা মিলস কমপাউন্ড ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আগুনে পুড়ে নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ জনই নারী। যাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। খবর এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বহুতল ওই ভবনের তৃতীয় তলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ভবনের আশপাশের রেস্টুরেন্ট ও অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ধোয়ায় পুরো ভবন ঢাকা পড়ে। বহুতল এই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থার কার্যালয়, কিছু মিডিয়ার কার্যালয় ও রেস্টুরেন্ট রয়েছে।

খবরে আরো বলা হয়েছে, হতাহতের শিকার বেশিরভাগ মানুষই ছাদের ওই রেস্টুরেন্টে একটি জন্মদিনের পার্টিতে ছিলেন। এ সময় হঠাৎ ভবনের আগুন ওই রেস্টুরেন্টে ছড়িয়ে পড়লে তাতে ১৫ জন পুড়ে মারা যান।

খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ও কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

(জাস্ট নিউজ/ওটি/১০১১ঘ.)