তানজানিয়ায় ফেরিডুবি: নিহতের সংখ্যা বেড়ে ১৩৬

তানজানিয়ায় ফেরিডুবি: নিহতের সংখ্যা বেড়ে ১৩৬

ঢাকা, ২২ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

লেকে যাত্রী বোঝাই এমভি নিয়েরেরে নামের ফেরিটি উল্টে যায়। সেখানে তিন শতাধিক যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফেরিটি উদ্ধারের কাজ চলছে।

জাতির উদ্দেশ্যে ভাষণে দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি চার দিনের শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের উপর বিষয়টি ছেড়ে দেওয়া উচিত।

রাষ্ট্রীয় গণমাধ্যম হাবারি লিও ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনার বিষয়ে সারফেস অ্যান্ড মেরিন ট্রানসপোর্ট রেগুলেটরি অথরিটির (সুমাত্রা) শীর্ষ কর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ওই ফেরি তার বহনক্ষমতার অতিরিক্ত যাত্রী তুলেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

লেক থেকে ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দক্ষিণ উপকূলের পোর্ট অব এমওয়াঞ্জার আঞ্চলিক পুলিশ কমান্ডার জোনাথন শানা জানিয়েছেন।

(জাস্ট নিউজ/এমআই/০৯৫০ঘ.)