মিয়ানমারে ৫.২ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে ৫.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা, ২৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৩ মিনিটে সাগাইং প্রদেশের রাজধানী মনিওয়া জেলায় ভূমিকম্পটি অনুভূত হয়।

মিয়ানমারের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ভূপৃষ্ঠের ৭৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল মান্ডাল থেকে ১৮৫.৬ কিলোমিটার পশ্চিম এবং মনিওয়া থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এদিকে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৩ মিনিটে সাগাইং প্রদেশের রাজধানী মনিওয়া জেলায় ভূমিকম্পটি অনুভূত হয়।

মিয়ানমারের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ভূপৃষ্ঠের ৭৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল মান্ডাল থেকে ১৮৫.৬ কিলোমিটার পশ্চিম এবং মনিওয়া থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এদিকে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

(জাস্ট নিউজ/ওটি/১৬২৭ঘ.)