জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ২

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ২

ঢাকা, ১ অক্টোবর (জাস্ট নিউজ) : জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ে দুই জন নিহত হয়েছেন। এছাড়াও রেললাইনের উপর গাছ ভেঙ্গে পড়াসহ ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবারের এ ঘূর্ণিঝড়ে রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে গেছে হাজার হাজার মানুষের জীবনযাত্রা।

জাপানের আবহাওয়া বিষয়ক এজেন্সি জানিয়েছে, জাপানের পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় ট্রামি ভূমিধস সৃষ্টি করেছে এবং তীব্র বৃষ্টিপাত, শক্তিশালী বাতাসে উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপ হুমকির সম্মুখীন হতে পারে। বিপদসীমার দিক দিয়ে বিচার করলে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ১ মাত্রার ছিল। ঘূর্ণিঝড়ে দুইজন নিখোঁজ রয়েছেন। এছাড়াও প্রায় ৪ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১৪৫০ঘ)