জুমার নামাজ মাঠে পড়া যাবে কি?

জুমার নামাজ মাঠে পড়া যাবে কি?

ঢাকা, ২২ মার্চ (জাস্ট নিউজ) : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫৩১তম পর্বে মাঠে জুমার নামাজ আদায় করা যাবে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানতে টেলিফোন করেছেন নাজিম উদ্দিন শাহ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : জুমার নামাজ মাঠে পড়া যাবে কি না?

উত্তর : হ্যাঁ, যদি লোকজন জুমার নামাজ পড়তে মাঠে উপস্থিত হয়, তাহলে মাঠে আদায় করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। মাঠেও আদায় করতে পারবেন, মসজিদেও আদায় করতে পারবেন। শর্ত হচ্ছে লোকজন সেখানে উপস্থিত হতে হবে, ইমাম থাকতে হবে আর খুতবা হতে হবে।

(জাস্ট নিউজ/এমআই/১৬০০ঘ.)