হজ্জের ফরজ ও ওয়াজিব সমূহ

হজ্জের ফরজ ও ওয়াজিব সমূহ

ঢাকা, ১৮ আগস্ট (জাস্ট নিউজ) : ইসলামের বর্ননা অনুসারে হজ্জ একটি আবশ্যকীয় বা ফরজ উপাসনা। এটি ইসলামের ৫ম স্তম্ভ। হজ্জ শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা’ বা ‘সংকল্প’ করা। আচার ও আদব-কায়দার বিবেচনায় হজ্জ হলো বৎসরের নির্দ্দিষ্ট দিনে নির্দ্দিষ্ট পোশাকে কয়েকটি স্থানে অবস্থান বা ওকুফ, ক্বাবা শরীফের তাওয়াফ, পশু কোরবানী, নির্দ্দিষ্ট স্থানে পরপর ৩দিন কংকর নিক্ষেপ এবং সাফা-মারওয়া টিলাদ্বয়ের মধ্যে হাঁটা।

নিচে শুধুমাত্র হজ্জের ফরজ ও ওয়াজিব গুলি তুলে ধরা হলো-

হজ্জের ফরজ

১) ইহরাম বাঁধা।
২) উকুফে আরাফা (৯ যিলহজ্জ সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পর থেকে আগত রাতের সুবেহ সাদেকের আগে স্বল্প সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা)।
৩) তাওয়াফে যিয়ারত (উকূফে আরাফার পর ১০ থেকে ১২ যিলহজ্জ সূর্যাস্তের আগেই এ তাওয়াফ করা)-মানাসিক ৬৬, আদ্দুররুল মুখতার ৩/৫৩৬।

হজ্জের ওয়াজিব
১) উকূফে মুযদালিফা (১০ যিলহজ্জ সুবেহ সাদেকের পর থেকে সূর্য উদিত হবার আগ পর্যন্ত সময়ের মাঝে কিছু সময় হলেও মুযদালিফায় অবস্থান করা)। গুনইয়াতুন নাসেক ১৬৫।
২) সাফা-মারওয়া সায়ী করা।
৩) নির্দিষ্ট দিনগুলোতে রমী জামারত তথা কংকর নিক্ষেপ করা।
৪) হজ্জে তামাত্তু ও কিরান আদায়কারীর জন্য দমে শুকর তথা হজ্জের কুরবানী করা। (বি.দ্র. কারো উপর কুরবানী ওয়াজিব হয়ে থাকলে এই কুরবানীর দ্বারা তা আদায় হবেনা। বরং আরেকটি কুরবানী করতে হবে)।
৫) মাথা মুণ্ডানো বা চুল ছাঁটা।
৬) মীকাতের বাহির থেকে আগত লোকদের জন্য তাওয়াফে বিদা করা।

(জাস্ট নিউজ/এমআই/১৪২২ঘ.)