আপনার জিজ্ঞাসা

মা-মেয়ে এক ঘরে নামাজ আদায় করা যায়?

মা-মেয়ে এক ঘরে নামাজ আদায় করা যায়?

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।

বিশেষ আপনার জিজ্ঞাসার ২৭তম পর্বে মা ও মেয়ে এক ঘরে বসেই নামাজ আদায় করা যাবে কি না, সে সম্পর্কে মাদারীপুর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জহুরা সুলতানা।

প্রশ্ন: আমার বয়স ১৫ বছর। আমি আর আমার মা এক ঘরে বসেই নামাজ পড়ি। এটি কি ঠিক?

উত্তর: মায়ের সঙ্গে যদি একই রুমে নামাজ আদায় করেন, তাহলে কোনো অসুবিধা নেই। এমনকি যদি জামাতেও নামাজ আদায় করতে চান, সেটিও পারবেন।

সে ক্ষেত্রে মা অথবা মেয়ে যেকোনো একজন ইমাম হয়ে নামাজ আদায় করতে পারবেন। আর আলাদা আলাদা হলে তো কোনো কথাই নেই। নামাজে কোনো সমস্যা নেই, নামাজ পড়তে পারবেন।

এ ক্ষেত্রে জামাতে নামাজ আদায় করলে একামতও দিতে পারবেন। কিন্তু দুজনকে সমানভাবে দাঁড়াতে হবে। যদি তিনজনও হয়, তাহলে দুজন দুই পাশে দাঁড়াবেন।

কারণ মহিলাদের জামাতে যিনি ইমামতি করবেন (মহিলাদের আঙ্গিকে মহিলারা), ইমাম সামনে দাঁড়াবেন না। সবাই একসঙ্গে দাঁড়াবেন।

(জাস্ট নিউজ/এমআই/১১১৫ঘ.)