নির্মল সেনের জন্মদিন আজ

নির্মল সেনের জন্মদিন আজ

ঢাকা, ৩ আগস্ট (জাস্ট নিউজ) : বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও রাজনীতিবিদ নির্মল সেনের ৮৯তম জন্মদিন আজ। ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

চিরকুমার নির্মল সেন ছিলেন বামপন্থি শ্রমিক-কৃষক সমাজবাদী দলের নেতা। সাম্যের বাংলাদেশ গড়ার আজীবন স্বপ্ন ছিল তার। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ’৬৯ সালের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন নির্মল সেন।

দেশ বিভাগের সময় মা-বাবা এবং ভাইবোনসহ পরিবারের সব সদস্য বাংলাদেশ ত্যাগ করে কলকাতা চলে গেলেও মাতৃভূমির প্রতি টানে নির্মল সেন এ দেশে থেকে যান। ঝালকাঠি কলসকাঠি বিএম একাডেমি থেকে ১৯৪৪ সালে তিনি ম্যাট্রিক পাস করেন। বরিশাল বিএম কলেজ থেকে আইএ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ পাস করেন।

১৯৪২ সালে নবম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ‘ভারত ছাড়ো’ আন্দোলনে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। রাজনৈতিক কারণে ১৬ বার কারাবাস করতে হয়েছে তাকে। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতার মাধ্যমে তার কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন তিনি।

(জাস্ট নিউজ/একে/১৯১৪ঘ.)