খালেদা জিয়ার মুক্তির দাবিতে লন্ডনে রাজপথে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লন্ডনে রাজপথে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ মিছিল

লন্ডন, ১২ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লন্ডনের রাজপথে বিক্ষোভ মিছিল করেছে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ জুম্মা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন থেকে ব্রিকলেইন ও আশাপাশের রাস্তায় এ বিক্ষোভ মিছিল করে বিএনপি সমর্থকরা।

মানববন্ধন ও মিছিল শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় আলতাব আলী পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসামূলক উল্লেখ করে রায়কে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

তারা বলেন, শেখ হাসিনার তাবেদার আজ্ঞাবহ আদালতের এই রায় গণতন্ত্র ধ্বংস করার রায়। এই রায় একদলীয় বাকশালী আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার রায়।

তারা বলেন, আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা প্রমাণ করেছিলেন যে, তিনি এই মামলায় কোনভাবেই জড়িত নন এবং কোন টাকাই আত্মসাৎ করা হয়নি, কারণ এসব টাকা এখনো ব্যাংকের হিসাবেই জমা রয়েছে। বাংলাদেশে ন্যায়বিচার থাকলে আদালতে ম্যাডাম বেগম খালেদা জিয়ার আইনজীবীদের উত্থাপিত যুক্তিতর্কে তিনি বেকসুর খালাশ পাওয়ার কথা। কিন্তু খালাশ দেয়ার পরিবর্তে সাজা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। এ রায় আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। দেশের আপামর জণসাধারণের মতো আমরাও মনে করি এই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে করা এবং এই মামলার মাধ্যমে বেগম জিয়া এবং বিএনপিকে আগামী নির্বাচনের বাইরে রাখার অপচেষ্টা।

বিএনপি নেতারা বলেন, বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক, জাল জালিয়াতির মাধ্যমে দায়ের করা কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ঘোষিত রায় অবৈধ, শেখ হাসিনা ও তার পরিবার এবং আওয়ামী লুটেরাদের ব্যাংক ডাকাতি ও দুর্নীতি আড়াল করার এক ঘৃণ্য ষড়যন্ত্র।

মানববন্দন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সাবেক সিনিয়র সহসভাপতি আন্দুল হামিদ চৌধুরী, সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমুছআলী, এম লুতফুর রহমান, প্রফেসর এম ফরিদ উদ্দিন, গোলাম রাব্বানী সোহেল, শাহ আকতার হোসেন টুটূল, তাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা সলিসিটর ইকরাক মজুমদারম, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, শরিফুজ্জামান চৌধুরী, নাসিম আহমেদ চৌধুরি, ব্যারিস্টার আবু সায়েম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সদস্য আশরাফুল ইসলাম হীরা, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, মেসবাউজ্জামান সোহেল, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, ডাক্তার মুজিবুর রহমান, ইসলাম উদ্দিন, হেলাল নাসিমুজ্জামান, জসীম উদ্দিন সেলিম, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, কোষাধক্ষ আব্দুস ছাত্তার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকতার, সাবেক সহ-দফতর সম্পাদক সেলিম আহমান, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সাবেক সদস্য কামাল চৌধুরী, সালেহ গজনবী, গুলজার আহমেদ, আব্দুল বাসিত বাদশা, এডভোকেট খলিলুর রহমান, আব্দুল বাসিত বাদশা, এমদাদুল হক চৌধুরী, আমিনুর রহমান আকরাম, সোহেল আহমেদ, শিশু মিয়া, এ জে লিমন, লুবেক আহমেদ চৌধুরী, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক এস এম লিটন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কেমডেন এন্ড ওয়েস্ট মিনিস্টার বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ কবির, নিউহাম বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, এনফিল্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হক, সাসেক্স বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ শামিম আহমেদ, লন্ডন নর্থ-ওয়েস্ট বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস শহীদ, সেন্ট্রাল লন্ডন বিএনপির সহসভাপতি সৈয়দ শামিম হোসাইন, কেমডেন এন্ডওয়েস্ট মিনিস্টার বিএনপির সাংগঠনিক সম্পাদক এম সাইফুল শিপু, যুক্তরাজ্য বিএনপি নেতা নাজমুল হোসেন চৌধুরী, মাওলানা শামিম আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দস, শরীফ উদ্দিন ভুইয়া বাবু, আব্দুল রব, এমদাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু তাহের, রোমান আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান সাকিব, রোমান আহমেদ চৌধুরী, সোহেল শরীফ মোহাম্মদ করিম, মাহবুব হাসান সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা, কাওছার আহমেদ, আবু তাহের , কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মো: মঈনুল ইসলাম, সেলিম মাহমুদ, মোঃ মাকসুদুল হক, মোঃ রবিউল আলম, দেওয়ান মইনুল হক উজ্জ্বল, মিলাদ হসেন রুবেল, কামরুন্নহার সাহানা, আসমা জামান, আবু নোমান, মিছবাহ উদ্দিন, শাকিল আহমদ, ফজলে রহমান পিনাক, ইমরান হোসেন, মোহাম্মদ শাহনেওয়াজ, জামাল হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ ফরিদউল্লাহ মুন্সী, আরিফুল হক, আব্দুস সামাদ রাজ, ইস্ট লন্ডন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, নিউহাম বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সিনিয়র সহসভাপতি মিসবা বি এস চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার আবু ইলিয়াছ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক চৌধুরী আফিন্দি, জাসাস সভাপতি এমাদুর রহমান এমাদ, সাবেক সহসভাপতি এম এ সালাম, সিনিয়র সহসভাপতি তরিকুর রশিদ চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহিলা দলের আহ্বায়ক ফেরদৌস রহমান, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, সহসভাপতি দেওয়ান আব্দুল বাছিত, আবুল খয়ের, যুগ্ম সম্পাদক বাবর চৌধুরী, নুরুল আলী রিপন, সুয়েদুল হাসান, শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সদস্য সৈয়েদ লায়েক মোস্তাফা, আইন বিষয়ক সম্পাদক ফয়ছল আহমেদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, ডালিয়া লাকুরিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জাহিদুর রহমান, জাসাসের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বাবলু, আব্দুল মোতালিব লিটন, মাহফুজুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম মিরাজ, হুমায়ুন কবির হিমু, মাহবুবুর রহমান, ফজলে রহমান পিনাক, রেজাউল করিম রিকি, ফুয়াদ আহমেদ, মনির আহমেদ প্রমুখ।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/ওটি/০০০৮ঘ.)