ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চায় অ্যাটকো

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চায় অ্যাটকো

ঢাকা, ৪ অক্টোবর (জাস্ট নিউজ) : ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

বৃহস্পতিবার বেক্সিমকো টাওয়ারে আয়োজিত সভায় এ তথ্য জানান অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান।

সালমান এফ রহমান জানান, আইন বহির্ভূতভাবে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ বিষয়ে আলোচনার পাশাপাশি টিআরপি নির্ধারণ করে যে সংগঠন, তার গ্রহণযোগ্যতা নিয়েও আলোচনা করেন তাঁরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, এ সমস্যা নিয়ে কিন্তু আমরা অনেকবার সরকারের বিভিন্ন পর্যায়ে, মন্ত্রী মহোদয়, সচিবদের সঙ্গে কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান আমরা পাইনি। এরজন্য আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, যদি উনি আমাদের সময় দেন, তাহলে আমাদের সমস্যাগুলো উনার সামনে তুলে ধরে উনার সাহায্যটা আমরা চাইবো।’

সভায় জানানো হয় আগামী ৩০ অক্টোবর অ্যাটকোর বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

(জাস্ট নিউজ/এমআই/১১৪০ঘ.)