ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি: বৃহস্পতিবার সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি: বৃহস্পতিবার সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

ঢাকা, ৬ অক্টোবর (জাস্ট নিউজ) : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা দেন।

সাংবাদিক নেতারা বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতেই সরকার সংবিধান, গণতন্ত্র ও গণমাধ্যমবিরোধী নতুন কালাকানুন করছে। সাংবাদিক সমাজ ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে মহাসচিব এম. আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিএফইউজে সিনিয়র সহ-সভাপতি নূরুল আমিন রোকন, সহ-সভাপতি মোদাব্বের হোসেন, সহকারী মহাসচিব আহমেদ মতিউর রহমান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

(জাস্ট নিউজ/এমআই/২২০৭ঘ.)