মিয়ানমারে রয়টার্সের সাজাপ্রাপ্ত ২ সাংবাদিকের আপিল

মিয়ানমারে রয়টার্সের সাজাপ্রাপ্ত ২ সাংবাদিকের আপিল

ঢাকা, ৬ নভেম্বর (জাস্ট নিউজ) : মিয়ানমারে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ এনে সাত বছরের সাজাপ্রাপ্ত কারাবন্দি রয়টার্সের দুই সাংবাদিক রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

মূলত রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন দুই সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সো ও (২৮)। রোহিঙ্গা নিধনের জন্য ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটির নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করার পর গত বছরের ১২ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, ওই দুই সাংবাদিকের কাছে মিয়ানমারের গোপনীয় রাষ্ট্রীয় কাগজপত্র ছিল। তারা সামরিক বাহিনীর কর্মকাণ্ড নিয়ে স্পর্শকাতর তথ্য ও নথি সংগ্রহ করেছেন, যাতে দেশটির জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে।

তবে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করলেও অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বরে আদালত ওই দুই সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দেন।

এদিকে, রয়টার্সের প্রেসিডেন্ট ও প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার এক বিবৃতিতে বলেন, ঘটনাটি পুলিশের সাজানো এবং তাদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত আপিল করার অনুমতি দিয়েছেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৪৫ঘ.)