উৎপলের সন্ধান পাওয়ার গুঞ্জন, সত্যতা মেলেনি কোথাও

উৎপলের সন্ধান পাওয়ার গুঞ্জন, সত্যতা মেলেনি কোথাও

ঢাকা, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : প্রায় ২৬ দিন পর সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়ার গুঞ্জন শোনা গেলেও এর কোনো সত্যতা মেলেনি। টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে উৎপল চিকিৎসাধীন আছেন বলে রবিবার সন্ধ্যা থেকে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন, হাসপাতাল সূত্র ও উৎপলের চাকরিস্থলের কর্তৃপক্ষ।

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডটনিউজের সিনিয়র রিপোর্টার উৎপলের সন্ধান টাঙ্গাইলে মেলার খবর রবিবার সন্ধ্যায় চাউর হয় বিভিন্ন টেলিভিশনে। খবরটি আসে তার পত্রিকা পূর্বপশ্চিম বিডি ডটনিউজেও।

এসব খবরে বলা হয়, টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে রয়েছেন উৎপল।

সন্ধ্যা ৬টায় পূর্বপশ্চিম বিডি ডটনিউজের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মতিঝিল থানা মারফত জানতে পেরেছি, টাঙ্গাইলের মির্জাপুরের একটি হাসপাতালে উৎপল চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে আমি তার পরিবারকেও জানিয়েছি।’
তিনি বলেন, ‘উৎপলের ছোট বোন বিনীতা রাণী দাস পুলিশকে জানিয়েছে, উৎপলের সঙ্গে তার কথা হয়েছে।’

তখন উৎপলের বাবা চিত্তরঞ্জন দাসকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি এখন রাস্তায়, একটি খবর শুনেছি, আমি বাসায় যাচ্ছি।’

কিছুক্ষণ পর ফোন করা হলে উৎপলের ভাই তা ধরে বলেন, ‘আমরা খবর পেয়েছি যে তাকে পাওয়া গেছে, তবে আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।’

এদিকে মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বলেন, ‘আমরা মির্জাপুর ফাঁড়ি থেকে তথ্য পেয়েছি, এমন একজনকে পাওয়া গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই তথ্য সত্য ধরে নিলেও সেখানে অফিসার পাঠানো হচ্ছে। তার স্বজনরা তাকে শনাক্ত করবেন।’

মির্জাপুর থানার ওসি মিজানুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, ‘খবর শুনে আমরা খোঁজাখুজি করছি। কিন্তু কয়েকটি হাসপাতাল দেখার পরও তার সন্ধান পাইনি। আরও কয়েকটি হাসপাতাল-ক্লিনিক আছে, সেগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে।’

এর কিছুক্ষণ পর উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা যে মেসেজটি পেয়েছিলাম, সম্ভবত তা ফেইক (ভুয়া)। তাকে খুঁজে পাওয়া গেলে আপনাদের জানাব।’

(জাস্ট নিউজ/জেআর/২২১০ঘ.)