মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা

 

ঢাকা, ২১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : দেশের সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তি করায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত মামলার বিষয়ে এখনো কোনো আদেশ দেয়নি।

এবি সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, মানহানির অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সম্পর্কে কটূক্তি করেন ও অসত্য বক্তব্য দেন। এছাড়া তিনি জাতির জনকের পরিবারের নিরাপত্তা আইনের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশকে বহির্বিশ্বে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে খুন, গুম নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেন, যা মানহানিকর।

(জাস্ট নিউজ/ওটি/১১২০ঘ.)