সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল

সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল

ঢাকা, ১ আগস্ট (জাস্ট নিউজ) : ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্কয়ার হাসপাতালের কাস্টমার কেয়ার অফিসার শাহেদ ফয়সাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৭০ বছর বয়সী এই সাংবাদিক দীর্ঘ দিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। এর আগে সিঙ্গাপুরে তার চিকিৎসা হয়েছে; বেশ কয়েক দিন ধরে লাইফ সাপোর্টেও ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। বৃহস্পতিবার বাদ জোহর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবনে তিনি ফেনী পাইলট হাইস্কুল ও ফেনী কলেজের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি।

(জাস্ট নিউজ/একে/২০০৬ঘ.)