ড. শহিদুলকে হাসপাতালে পাঠানোর স্থগিতাদেশ চেয়েছে রাষ্ট্রপক্ষ

ড. শহিদুলকে হাসপাতালে পাঠানোর স্থগিতাদেশ চেয়েছে রাষ্ট্রপক্ষ

ঢাকা, ৮ আগস্ট (জাস্ট নিউজ) : ফটোসাংবাদিক ড. শহিদুল আলমকে হাসপাতালে পাঠানোর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় করা আবেদনটি দুপুরে চেম্বার বিচারপতির আদলতে এ আবেদনের শুনানির কথা রয়েছে।

এদিকে হাইকোর্টের দেওয়া আদেশ অনুযায়ী বুধবার সকাল ৯টার দিকে শহিদুল আলমকে বিএসএমএমইউ নেওয়া হয়েছে।

ড. শহিদুল আলমকে আটকের পর নির্যাতন ও রিমান্ডে পাঠানোর বৈধতা নিয়ে এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশনা চেয়ে তার স্ত্রী রেহনুমা আহমেদ মঙ্গলবার রিট করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি (ডিবি) ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়।

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য অবিলম্বে বিএসএমএমইউয়ে পাঠাতে গতকাল মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

(জাস্ট নিউজ/জেআর/১৪২২ঘ.)