জনতা ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি

জনতা ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি

জয়পুরহাট, ২৮ নভেম্বর (জাস্ট নিউজ) : জয়পুরহাট জনতা ব্যাংকের প্রধান শাখা থেকে ৪৫ লাখ টাকা চুরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংকের ক্যাশ অফিসারের পেছনে সোনালী ব্যাংকে জমা দেয়ার জন্য টাকা গোছানো হচ্ছিল। সেখান থেকে হঠাৎ একটি ব্যাগ উধাও হয়ে যায় পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুজন লোক গ্রাহক সেজে এসে সেখান থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যাংকের এক কর্মকর্তা ও এক অফিস পিওনকে আটক করেছে তবে চুরি যাওয়া টাকা কিংবা জড়িতদের আটক করতে পারেনি তারা। এ ব্যাপারে জনতা ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা ব্যাংক পরিদর্শন করেছে।

জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, পুলিশ খবর পাওয়ার পর থেকেই জড়িতদের আটক এবং টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাবে বলেও জানান তিনি।

(জাস্ট নিউজ/ওটি/১৬৩৩ঘ.)