‘নতুন জোটের বিরুদ্ধে প্রচারণা যেনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে না পারে’

‘নতুন জোটের বিরুদ্ধে প্রচারণা যেনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে না পারে’

ঢাকা, ১৫ অক্টোবর (জাস্ট নিউজ) : জাতীয় ঐক্যফ্রন্ট নামে শনিবার যে জোটের আত্মপ্রকাশ করেছে তাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের পর দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।

রবিবার মাদারীপুরের এক জনসভায় শেখ হাসিনা সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে নানা মন্তব্য করেন।

তবে এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলছেন, ক্ষমতাসীনদের সব স্তর থেকে বক্তৃতা বিবৃতি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবজায়গাতেই একযোগে প্রচারণা চালানো হচ্ছে নতুন জোটের বিরুদ্ধে। তার মতে, এটি সরকার বা সরকারি দলের একটি রাজনৈতিক কৌশল, যাতে করে নতুন জোটটি কোনোভাবে তার সামনে চ্যালেঞ্জ হয়ে না দাঁড়াতে পারে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের উদাহরণ তুলে ধরে আন্তর্জাতিক একটি সাংবাদমাধ্যমকে দিলারা চৌধুরী বলেছেন, ‘নতুন জোটের নেতাদের নানাভাবে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে এবং ক্ষমতাসীন দল বা তাদের সমমনা সবার দিক থেকেই এটা চোখে পড়ছে।

(জাস্ট নিউজ/এমআই/২০৪০ঘ.)