মুদি দোকানে বিনামূল্যের পাঠ্যবই

মুদি দোকানে বিনামূল্যের পাঠ্যবই

ময়মনসিংহ, ১ জানুয়ারি (জাস্ট নিউজ) : ময়মনসিংহে বিনামূল্যে বিতরণের নতুন পাঠ্যবই মজুদ করে রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দেড় হাজার নতুন বই উদ্ধার করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরতলির কালিকাপুর এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ইসরাফিল (৩২)। তিনি ওই এলাকারই বাসিন্দা।

উদ্ধারকৃত বইগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণির বলে রবিবার রাত ১২টার দিকে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

এসআই পরিমল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শহরতলির কালিকাপুর এলাকায় বিনামূল্যে বিতরণের সরকারি বই অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে কালিকাপুর এলাকায় ইসরাফিলের মুদি দোকানে অভিযান চালায়। এ সময় ওই দোকানের ভেতর থেকে দেড় হাজার নতুন বই উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ইসরাফিলকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ইসরাফিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিমল চন্দ্র আরো জানান, বইগুলো কীভাবে পেয়েছে এবং কী উদ্দেশ্যে সেগুলো মজুদ করা হয়েছিল, তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।

(জাস্ট নিউজ/ওটি/১০৪৮ঘ.)