বিজয়া দশমী উদযাপিত

বিজয়া দশমী উদযাপিত

ঢাকা, ১৯ অক্টোবর (জাস্ট নিউজ) : আজ বিজয়া দশমী। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা।

শুক্রবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দশমীবিহিত পূজা আর দর্পণ বিসর্জনের পর মঙ্গল কামনা করে চলতে থাকে সিঁদুর খেলা। সব রীতিনীতি শেষে বিজয়ার শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজই শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

প্রতিবছরের মতো এবারও ষষ্ঠীর দিনে ঢাকঢোল আর কাঁসরের ধ্বনির মাঝে কন্যারূপে বাবার বাড়ি বেড়াতে আসেন দেবী দুর্গা। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পাঁচ দিনব্যাপী মাকে ঘিরে প্রার্থনা, উৎসব আর আনন্দে মত্ত ছিল ভক্ত-অনুরাগী। অবশেষে আজ নাইওর শেষে বাবার বাড়ি ছেড়ে কৈলাসে স্বামীর বাড়িতে ফেরার পালা দুর্গার। বিদায় দেওয়ার আগে শেষ মুহূর্তগুলোতে মণ্ডপে মণ্ডপে মায়ের আশীর্বাদ কামনায় ব্যস্ত ভক্ত-অনুরাগীরা।

মহানগর কেন্দ্রীয় পূজামণ্ডপে সরেজমিনে গেলে শেষ মুহূর্তের অনুভূতি আর প্রার্থনা প্রসঙ্গে এক নারী পূজারি বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে যাতে আসছে বছর আরো সুন্দর করে পূজা করতে পারি, এই ব্যাপারে আমরা সব সময় মায়ের কাছে প্রার্থনা করি। সবার শুভকামনা করি। সবার জন্য মঙ্গল কামনা করি।’

মণ্ডপ ঘুরে দেখা যায় বিদায়লগ্নে অনেকটা বিষণ্ণ মন নিয়েই উৎসবে মেতেছেন দেবীর ভক্ত-অনুরাগীরা।

কিছুটা বিষণ্ণ এক নারী পূজারি বলেন, ‘মা চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, এটা তো অবশ্যই আমাদের জন্য দুঃখের ব্যাপার। তবে আমরা অবশ্যই এটা ভেবে খুশি যে মা আমাদের মাঝে আবারও আগামী বছর আসবেন।’

মায়ের বিদায় মুহূর্তে সবার মঙ্গল কামনাই হয়ে উঠেছে ভক্তদের আরাধ্য। মণ্ডপে উপস্থিত আরেক ভক্ত বলেন, ‘মায়ের কাছে প্রার্থনা করছি যে, মা জানি আমাদের ভালো রাখেন। আমাদের সবাইকে ভালো রাখেন। আমাদের দেশ ভালো রাখেন।’

এ বছর দেবী চলে গেলে আর আগামীবার দেখা হবে কি না, সে অনিশ্চয়তাও অস্থির করে মায়ের ভক্ত-অনুরাগীদের, বিশেষ করে বয়সী নারী-পুরুষকে। তেমনই একজন বলেন, ‘মাকে শেষ বিদায় জানাচ্ছি। আবার যদি সবাই বেঁচে থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, মাকে আবার দর্শন করতে পারব।’

বিসর্জনের সুর এরই মধ্যে বাজতে শুরু করেছে। আজই ভক্তদের আনন্দ উল্লাস আর অশ্রু পেছনে ফেলে মর্ত্যলোক ছেড়ে চলে যাবেন দেবী দুর্গা।

(জাস্ট নিউজ/এমজে/১৬৩০ঘ.)