বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঢাকা, ২০ অক্টোবর (জাস্ট নিউজ) : ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ শনিবার আনুমানিক ভোর ৪টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রব্বানী (২৫)। তিনি ওই উপজেলার তারাঞ্জুবাড়ি গ্রামের পশিরউদ্দিন পশিরের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ জানান, শুক্রবার দিবাগত রাতে মো. রব্বানীসহ সাত-আটজন গরু আনতে কান্তিভিটা সীমান্তের ৩৮৫/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সীমান্তের আনুমানিক ৫০০ গজ ওপারে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করলে রব্বানী নিহত হন। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হন।

এ ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানান লে. কর্নেল তুহিন মো. মাসুদ।

(জাস্ট নিউজ/এমজে/১৩৩৫ঘ.)