আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ঢাকা, ১ জানুয়ারি (জাস্ট নিউজ) : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করেন।

মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলায় টিকিটের দাম প্রাপ্তবয়স্ক ৩০ টাকা এবং শিশু ও কিশোরদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবারো মেলার মাঠ ইজারা পেয়েছে মির ব্রাদার্স। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

মেলায় ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, জাপান, আরব-আমিরাতসহ কয়েকটি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় থাকছে সিসি ক্যামেরা।

(জাস্ট নিউজ/ওটি/১৪৫৮ঘ.)