খালেদা জিয়ার সাজার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

ঢাকা ৩১ অক্টোবর (জাস্ট নিউজ) : জিয়া অরফানেজ মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা।

বুধবার সকালে বার ভবন থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের মুখের গ্যাংওয়ের কেঁচি গেটে (কলাপসিবল গেট) তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়া জানান, মঙ্গলবার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তারই আলোকে এই প্রতিবাদ বিক্ষোভ চলছে। দুপুর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

(জাস্ট নিউজ/এমআই/১০০৯ঘ.)