এক মঞ্চে আসছেন ড. কামাল-কাদের সিদ্দিকী

এক মঞ্চে আসছেন ড. কামাল-কাদের সিদ্দিকী

ঢাকা, ৩ নভেম্বর (জাস্ট নিউজ) : জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এক মঞ্চে আসছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে। কয়েকদিন আগেই জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা কামাল হোসেনের সঙ্গে থাকতে প্রকাশ্যে মনোভাব জানান কাদের সিদ্দিকী।

শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে তারা এক হচ্ছেন। আলোচনা সভায় ড. কামাল হোসেন প্রধান অতিথি থাকবেন। আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখবেন।

আজ সকালে কাদের সিদ্দিকীর ছোট ভাই ইকবাল সিদ্দিকী গণমাধ্যমকে জানান, আমরা কোনো জোটে যাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো নেইনি। তবে আজ আমাদের দলের প্রধান কাদের সিদ্দিকী কিছুটা ধারণা দেবেন।

এর আগে গেল বুধবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসভবনে দেখা করেন ড. কামাল হোসেন। ওই সময় ড. কামাল জানান, কাদের সিদ্দিকীর কাছ থেকে নীতিগত সমর্থন পেয়েছি। কাদের সিদ্দিকী বলেন, আমরা দেশে একটি অর্থবহ পরিবর্তন চাই। ড. কামাল হোসেনরা যে যাত্রা শুরু করেছেন, তাতে আমরা চিন্তা করছি আমাদের কী করণীয়।

(জাস্ট নিউজ/এমজে/১৪২৭ঘ.)