চুয়াডাঙ্গায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চুয়াডাঙ্গায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত ছবি: ইন্টারনেট থেকে নেয়া

চুয়াডাঙ্গা, ৮ নভেম্বর (জাস্ট নিউজ) : চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পাপ্পু হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত পাপ্পু হোসেন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। পাপ্পু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার উজলপুর মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, পুলিশ রাতে উজলপুর এলাকায় টহল দিচ্ছিল। এসময় একদল মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাপ্পুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

(জাস্ট নিউজ/এমআই/০৯৪০ঘ.)