যে গ্রামে ছেলেদের দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক!

যে গ্রামে ছেলেদের দ্বিতীয় বিয়ে বাধ্যতামূলক!

ভারত, ১৩ নভেম্বর (জাস্ট নিউজ) : ভারত-পাকিস্তানের সীমান্ত ঘেঁষা রাজস্থানের ছোট গ্রাম দেরাসর। এই গ্রামে প্রত্যেক পুরুষকে দুইটি করে বিয়ে করা বাধ্যতামূলক। বংশ পরম্পরায় এই প্রথা চলে আসছে।

যদিও প্রথম দিকে এই গ্রামে স্ত্রীদের সন্তান না হওয়াই ছেলেদের দ্বিতীয় বিয়ে করতে হতো। কিন্তু এখন ছেলেদের এক প্রকার জোর করেই দ্বিতীয় বিয়ে দেয় পরিবার।

রাজস্থানের বারমেঢ় জেলায় ছোট গ্রাম দেরাসর। এই গ্রামটিতে প্রায় ৬০০ মানুষের বাস। রয়েছে ৭০টির মত পরিবার। মুসলিম অধ্যুষিত গ্রামবাসীদের দাবি, বংশ পরম্পরায় তারা এই কাজটি করে চলেছে।

অনেকে জানান, প্রথম স্ত্রী সন্তান জন্ম দানে ব্যর্থ হয় তাই তারা দ্বিতীয়বার বিয়ে করাকে শুভ বলে মনে করে।

গ্রামবাসীদের দাবি, গ্রামে আগে যারা বিয়ে করতো তাদের কারোই প্রথম স্ত্রীর সন্তান হত না। তাই দ্বিতীয় বিয়ে করতে হত। দ্বিতীয় স্ত্রীর গর্ভে সন্তান আসতো। বহুকাল ধরেই এই রীতি মেনে চলছে ওই গ্রামবাসী।

(জাস্ট নিউজ/এমআই/২২২১ঘ.)