চালকের ঘুমে বাস খাদে, প্রাণ গেল ২ যাত্রীর

চালকের ঘুমে বাস খাদে, প্রাণ গেল ২ যাত্রীর

ঢাকা, ২৫ নভেম্বর (জাস্ট নিউজ) : কুষ্টিয়ার খোকসায় চরমোনার ওরশ কাফেলার বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।

রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মিজাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে মিজপুর গ্রামের পাশে যাত্রীবাহি বাসটি (ঢাকা মেট্রো ব- ১৪-০৯০৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এবং ফায়ার সার্ভিসের কুষ্টিয়া ও খোকসার দুটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাহাতাব (৫০) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নওগাঁ জেলার মুকন্দপুরে। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৬৫) নামে আরেকজনের মৃত্যু হয়। তিনি একই জেলার দোগাছি গ্রামের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, গুরুতর আহতাবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কাফেলার আমির আমিরুজ্জামানসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসের চালকের সহকারী জামিরুল ইসলাম জানান, ভোরে খোকসা বাস স্ট্যান্ড পার হওয়ার পর ড্রাইভার তরিকুল ইসলাম ঘুমিয়ে পরেন। এ সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ফিরোজ কুতুবী জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কমপক্ষে ২০জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সকাল ৮টায় তারা অভিযান শেষ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসাইন জানান, এখন যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

খোকসা থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে আসেন। তবে দুর্ঘটনা কবলিত বাসের চালককে তারা আটক করতে পারেননি।

(জাস্ট নিউজ/এমজে/১০২০ঘ.)